রবিবার   মে ৪ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


বান্দরবানের আলীকদমে ছোট ভাইকে হত্যার দায়ে , বড় ভাই গ্রেপ্তার

Romjan Ali

Updated 25-Jan-09 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 249
হত্যাকারী বড় ভাই মুসা

বান্দরবানের আলীকদম উপজেলায় ছোট ভাইয়ের হত্যাকারী বড় ভাই মোঃ মুছা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে। গতকাল ৮ জানুয়ারি (মধ্যরাতে) লামা পুলিশের সহযোগিতায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডারঝিরি পাহাড়ি এলাকা থেকে ঘাতক মোঃ মুসাকে গ্রেপ্তার করা হয় বলে আলীকদম থানার প্রেস রিলিজে জানানো হয়েছে।

আলীকদম থানার অফিসার ইনচার্জ মীর্জা জহির উদ্দিন জানান, গত ৪ জানুয়ারি সকালে নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় মকবুল সওদাগরের দোকানের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। জমি এবং একটি গরু বাছুর নিয়ে দু’ভাইয়ে মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই আবু মুছা তার ছোট ভাই মামুনকে কিল, ঘুষি মারতে থাকেন এবং তার বাম কানে কামড় দিয়ে কানের নিম্নাংশ ছিঁড়ে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ছোট ভাই মামুন (২১) মারা যায়।

এ ঘটনায় নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে গত ৪ জানুয়ারি আলীকদম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাররু রশিদের নেতৃত্বে একটি বিশেষ টিম লামা থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসামি আবু মুছাকে গ্রেপ্তার করে।