রবিবার   মে ৪ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


চট্টগ্রাম পটিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Feb-18 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 125
ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। মাত্র ১১ বছর বয়সী শয়ন শীল, যে চতুর্থ শ্রেণির ছাত্র, নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, পড়ালেখার ভয় এবং পারিবারিক বকাঝকার কারণে সে এই চরম সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার বিকেলে পটিয়ার ভাটিখাইন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে  মামার বাড়িতে শয়ন আত্মহত্যা করে। স্কুল থেকে ফিরে, খাওয়ার পর সে ঘুমাতে যায়। কিন্তু কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা দেখতে পান, সে আর জীবিত নেই।


পড়ালেখার চাপ, নাকি অন্য কোনো কারণ
শয়নের দাদী ছবি শীল জানান, সে পড়ালেখায় খুব একটা মনোযোগী ছিল না। এ কারণে তার মা ও দাদী গত সোমবার তাকে বকাঝকা করেন। পরদিন স্কুল থেকে ফিরে সে নিজের জীবনের ইতি টেনে দেয়।
এই ঘটনা শুধু একটি পরিবারের শোকের নয়, বরং আমাদের সমাজের জন্য একটি সতর্কবার্তা। আমরা কি শিশুদের শৈশব কেড়ে নিচ্ছি,নাকি তাদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এখনও বুঝতে পারছি না...!