রবিবার   মে ৪ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


চট্টগ্রাম পটিয়া সবজি খেতেই মিললো হোটেল কর্মচারীর মরদেহ

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Apr-08 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 196
ছবি
ছবি

চট্টগ্রামের পটিয়ায় সবজি খেতের ভেতর এক হোটেল কর্মচারীর লাশ পাওয়া গেছে। তাঁর নাম নুরুল ইসলাম (৫৩)। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের  ভট্টাচার্যে সড়কের পশ্চিমে পাশের সবজি খেতে লাশটি দেখতে পান খেতের মালিক। ৯৯৯,কল দিয়ে পুলিশ কে জানাই,পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  লাশটি উদ্ধার করে।

নুরুল ইসলাম ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা গ্রামের আকবর সিকদার বাড়ির মৃত কবির আহমদের ছেলে। তিনি পটিয়ার বাসস্টেশনে একটি হোটেলে চাকরি করতেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০. ৩০. মিনিটের  দিকে বাড়ির উদ্দেশ্যে হোটেল থেকে কাজ শেস করে বের হন তিনি। এর পর থেকে নিখোঁজ ছিলেন।নুরুল ইসলামের চাচাতো ভাই মামুন সিকদার বলেন, সকালে খেতের মাঝখানে লাশটি পড়ে ছিল। তাঁর পরনে কিছুই ছিল না। প্রায় ১৫ হাত দূরে তাঁর পরনের লুঙ্গিটি পড়ে থাকতে দেখা যায়। তিনি আরও বলেন, তাঁর গলায় আঘাতের চিহ্ন দেখে মনে করছি কেউ তাঁকে গলায় রশি বেঁধে খুন করেছেন। এ ছাড়া তাঁর হাতেও জখম এর চিহ্ন  রয়েছে। তাঁর সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল না বলে জানিয়েছেন ।পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে আজ দুপুর ১২.টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পটিয়া থানায় এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃনাজমুন নুর বলেন, নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, 

নিরালাটিভি কে বলেন,

যে এলাকায় লাশটি পাওয়া গেছে সেই, এলাকায় রাতে অনেক বখাটে কিছু লোক নিয়মিত আড্ডা দেন নেশা করেন। তাঁদের কেউ নুরুল ইসলামকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন টা জানিয়েছেন,