মঙ্গলবার   ডিসেম্বর ১৬ ২০২৫   ১  পৌষ  ১৪৩২


আগামীকাল, অর্থাৎ ১১ ডিসেম্বর তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে কিছু সংবাদ মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে। ​সাধারণত, তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন, এটি একটি রেওয়াজ। সেই হিসাবে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ​নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ​অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ​তবে, সুনির্দিষ্টভাবে আগামীকালই তফসিল ঘোষণা করা হবে কিনা, সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। তফসিল ঘোষণার তারিখটি আজকের (১০ ডিসেম্বর) বা অন্য কোনো বৈঠকে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। ​সর্বশেষ এবং নিশ্চিত তথ্যের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা অথবা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলির সন্ধ্যার খবর/পরবর্তী দিনের প্রতিবেদনগুলির ওপর নজর রাখা ভালো।

MD SAD MIAH

Updated 25-Dec-10 /   |   সিলেট সদর (সিলেট) উপজেলা প্রতিনিধি   Read : 15