বুধবার   ডিসেম্বর ১৭ ২০২৫   ২  পৌষ  ১৪৩২


প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Romjan Ali

Updated 25-Dec-16 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 10
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কক্সবাজার নিউজ অনলাইন নিউজ'সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবাদ গত সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ইং সংবাদের আজিজনগর বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের শাহ্ শাহের মাঝার এর খাদেম (৭০) এর ঘোনা স্থানীয় নাম মহব্বতের ঘোনা নামক সংরক্ষিত বনভূমিতে সদ্য কোনো প্রকার পান বরজ নির্মিতের কাজ থেকে যে প্রতি বরজ বাবদ ১৫ হাজার টাকা এবং পাহাড় কাটার জন্য আরও ১০ হাজার টাকা করে তারা আজিজনগর বনবিট নিয়েছে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ও ভিত্তিহীন। তবে ১৩/১২/২০২৫ ইং তারিখে টহলকালীন সময় দেখা যায় সেখানে অতি পুরাতন ০৪টি পান বরজ রয়েছে, যা অবৈধ পান বরজ উচ্ছেদ তালিকার অন্তর্ভুক্ত করা রয়েছে। এবং পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলবে। ১টি পান বরজের পাশে পাহাড়ের ঢালু থেকে সদ্য কর্তিত মাটি কাটা নিয়ে বরজ চাষি পান বরজের পরিচর্যা করেছে জানতে পেরে বিট কর্মকর্তা ও সঙ্গীদের নিয়ে অভিযান করে এবং ০৩ জন পান বরজ চাষীদের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়েছে। শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জাধীন আজিজনগর বনবিট কর্মকর্তা আসিফ মিয়া।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। গত ১৩ ডিসেম্বর বরজ ও মাটি কাটায় ৩জন'কে আসামী করে মামলা রুজু করা হয়। বিষয়টি তদন্ত করে মূল অপরাধীদের বিরুদ্ধে কাজ চলছে। কিন্তু এই ঘটনাটি নিরপেক্ষভাবে খতিয়ে না দেখে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ঘুষ বানিজ্য কাজে উৎসাহ প্রদান সহ ব্যক্তিস্বার্থে ভিন্নভাবে উপস্থাপন করে অনলাইন পোর্টালে। প্রকাশিত সংবাদে আমাকে ঘুষ বানিজ্য চক্রের মূল হোতা ও ঘটনাটি মোটা অংকের বিনিময়ে অন্যদিকে মোড় দেয়ার চেষ্টা করছি বলা হয়েছে। যাতে আমার আমার সম্মানহানী ও মানক্ষুন্ন হয়েছে। একইসাথে আবেগপূর্ণ বনবিট কর্মকর্তা ভাবমুর্তি নষ্ট হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

প্রতিবাদকারী:
আসিফ মিয়া
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জাধীন 
আজিজনগর বনবিট কর্মকর্তা।