সোমবার   মে ৫ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


নওগাঁর আত্রাইয়ে পুকুরে মুক্তা চাষ করে স্বাবলম্বী কবির

মোঃ আরাফাত আলী

Updated 24-Nov-24 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 121

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাস গ্রামের যুবক কবির হোসেন (২৬) পুকুরে মুক্তা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষক রফিকুল ইসলামের সন্তান কবির, ২০২০ সালে ময়মনসিংহে তিনদিনের প্রশিক্ষণ গ্রহণের পর ৪০ শতকের পুকুর লিজ নিয়ে মুক্তা চাষ শুরু করেন।

শুরুর দিকে ব্যর্থতা থাকলেও ধীরে ধীরে সফলতা আসে। বর্তমানে তিনি তিনটি পুকুরে ৪০ হাজার ঝিনুকে মুক্তা চাষ করছেন। প্রথম বছরে তার আয় হয় পাঁচ থেকে ছয় লাখ টাকা। বর্তমানে ১৫ লাখ টাকা বিনিয়োগ করে ২৫ লাখ টাকার মুক্তা বিক্রির আশা করছেন।

গ্রামের ৮-৯ জন বেকার যুবক তার প্রকল্পে কাজ করছেন, মাসিক আয় করছেন ১০-১২ হাজার টাকা। কবিরের প্রশিক্ষণে প্রায় ২০০ বেকার যুবক মুক্তা চাষে আগ্রহী হয়েছেন, যার মধ্যে ৫০ জন ইতোমধ্যে চাষ শুরু করেছেন।

তার সাফল্যে গ্রামটি এখন "মুক্তার গ্রাম" নামে পরিচিত। স্থানীয় মৎস্য বিভাগ মুক্তা চাষে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে। কবিরের এই উদ্যোগ শুধু তার আর্থিক সাফল্য নয়, বরং গ্রামের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।