রবিবার   মে ৪ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


সোনালী লাইফের মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Dec-02 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 282
ছবি
ছবি

আজ রাজধানীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ থেকে আগত ব্রাঞ্চ ম্যানেজারদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা ও শেয়ার হোল্ডার পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস।

এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া।

সভায় সভাপতিত্ব করেন সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিউদ্দিন ফারুকী, মো. তামজিদুল আলম, মো. গোলাম মোস্তফা, মো. আনোয়ার হোসেন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।

ব্যবসায়িক উন্নয়ন ও সেবা কার্যক্রমের নতুন দিকনির্দেশনা নিয়ে এই সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।