মঙ্গলবার   ডিসেম্বর ১৬ ২০২৫   ২  পৌষ  ১৪৩২


নওগাঁয় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ডিগ্রিরও বেশি

মোঃ আরাফাত আলী

Updated 25-Jan-09 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 110

নওগাঁয় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমলো ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

 

বৃহস্পতিবার(৯ডিসেম্বর) সকাল ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে এখনও পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে বুধবার (৮ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৫ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। 

 

দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বিপাকে পরছেন নিন্মবিত্ত-খেটে খাওয়া মানুষেরা।

 

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ সকাল ৯ টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা কমে যাওয়ায় বর্তমানে নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।