আমার দপ্তরে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হবে। এটির চাবি একমাত্র আমার কাছেই থাকবে। আপনারা যে কেউ নাম গোপণ রেখে এখানে অভিযোগ রাখতে পারবেন। এখন থেকে দেখতে চাই, সিলেটে কোন কোন অফিসে দু'র্নী'তি হয়। যারা দু'র্নী'তি করে তাদের সকলের মুখোশ উন্মোচন করতে চাই। আমরা সবাই মিলে সিলেটকে বাংলাদেশের প্রথম দু'র্নী'তিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। --মো. সারোয়ার আলম, জেলা প্রশাসক সিলেট।
আমার দপ্তরে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হবে। এটির চাবি একমাত্র আমার কাছেই থাকবে। আপনারা যে কেউ নাম গোপণ রেখে এখানে অভিযোগ রাখতে পারবেন। এখন থেকে দেখতে চাই, সিলেটে কোন কোন অফিসে দু'র্নী'তি হয়। যারা দু'র্নী'তি করে তাদের সকলের মুখোশ উন্মোচন করতে চাই। আমরা সবাই মিলে সিলেটকে বাংলাদেশের প্রথম দু'র্নী'তিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। --মো. সারোয়ার আলম, জেলা প্রশাসক সিলেট।
MD SAD MIAH
Updated25-Dec-11 / | সিলেট সদর (সিলেট) উপজেলা প্রতিনিধি Read : 13