মঙ্গলবার   ডিসেম্বর ১৬ ২০২৫   ১  পৌষ  ১৪৩২


আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গতকাল (সোমবার) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তাঁর এই বার্তার মূল বিষয়বস্তু ছিল 'গুম অধ্যাদেশ' এবং বিচার বিভাগীয় সংস্কারের অগ্রগতি। ​তাঁর ফেসবুক স্ট্যাটাস থেকে পাওয়া তথ্যানুযায়ী মূল বার্তাগুলো হলো: ​১. গুম অধ্যাদেশের গেজেট: তিনি জানান, সোমবার রাত ১১টায় বহুল প্রতীক্ষিত ‘গুম অধ্যাদেশ’-এর গেজেট নোটিফিকেশন জারি হয়েছে। ​২. বিচার বিভাগীয় সংস্কার: তিনি উল্লেখ করেন যে, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তার ৯০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। এর অংশ হিসেবে কয়েকদিন আগেই ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ জারি করা হয়েছে বলে তিনি মনে করিয়ে দেন। ​৩. ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা: তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে মানবাধিকার কমিশন আইনের সংস্কার করা হবে। এছাড়া পুলিশ সংস্কার আইন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ​এছাড়া, দিনের বেলায় সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা আছে বলে তাঁর জানা নেই এবং সরকার এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে। ​তবে সুনির্দিষ্টভাবে "মধ্যরাতে" দেওয়া বার্তাটি ছিল মূলত গুম অধ্যাদেশ ও সংস্কার কাজের অগ্রগতি নিয়ে।

MD SAD MIAH

Updated 25-Dec-02 /   |   সিলেট সদর (সিলেট) উপজেলা প্রতিনিধি   Read : 23
আসিফ নজরুল আইন উপদেষ্টা যে বার্তা দিলেন