মঙ্গলবার   ডিসেম্বর ১৬ ২০২৫   ২  পৌষ  ১৪৩২


পাইকগাছায় ফ্রান্সে সরকারি মদদে বিশ্বনবী কে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটাক্ষ প্রতিবাদে সমাবেশ।

Admin user

Updated 20-Nov-01 /   |   Admin   Read : 219

আলাউদ্দীন রাজা, পাইকগাছা খুলনা প্রতিনিধি।।

ফ্রান্সে সরকারি মদদে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটাক্ষ্য করার প্রতিবাদে পাইকগাছা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে শুক্রবার বিকালে পাইকগাছা শহীদ মিনার চত্বরে  বিক্ষোভ মিছিল শেষে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে কমলাপুর খাদিমুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আকবর হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওঃ মোবারক হোসাইন, মাওঃ আজিজুর রহমান, চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মাওঃ রাইসুল ইসলাম, মুফতী কুদরতুল্যা, মুফতী ওয়ায়েছ উল্লাহ, মাওঃ আঃ রব, মুফতী বিল্লাল হোসাইন , মাওঃ গোলাম রব্বানী, মাওঃ মাহাদী হাসান, মাওঃ হারুন অর রশিদ, মাওঃ আঃ রকিব,জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর, মাওঃ আঃ হান্নান, মাওঃ কবিরুল ইসলাম বেলালী,