রবিবার   মে ৪ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


হ্যান্ডকাফ সহ পলিয়ে যাওয়া কুখ্যাত মাদক কারবারি দম্পতি চট্টগ্রাম থেকে গ্রেফতার

Faridul Islam Surjo

Updated 25-Feb-13 /   |   নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 163

গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকলা আনুমানিক ০৫:১৫ ঘটিকায় ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাবুরহাট বাজার এলাকা থেকে ১৬২০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার হওয়া মাদক কারবারি দম্পতি ভূরুঙ্গামারী আরাজি পাইকডাঙ্গা এলাকার মোঃ হাফিজুল ইসলাম ওরফে হাফিজুর ইসলাম (২২) ও মোছাঃ সমেলা বেগম (২০) দ্বয়কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আসামীদের আত্মীয়-স্বজন ও উশৃংখল জনতা আসামীসহ পুলিশকে আটক করে হ্যান্ডকাপ সহ আসামীদ্বয়কে পালিয়ে যেতে সহায়তা করে।

পরবর্তীতে ভূরুঙ্গামারী থানার মামলা নং- ০৩, তারিখ- ০৬/০১/২০২৫, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ তৎসহ ১৮৬/৩২৩/৩৩২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড -১৮৬০ রুজু করা হয়।

মামলা রুজুর পর গোপন তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ হ্যান্ডকাফ উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অনুসন্ধান অব্যহত থাকে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান বলেন মামলা রুজুর সাথে সাথে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা এর তদারকিতে অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা জনাব মোঃ আল হেলাল মাহমুদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলামের সুচারু তদন্ত ও অনুসন্ধানে চট্টগ্রাম মেট্রোপলিটন চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের কুখ্যাত মাদক কারবারি দম্পতি হাফিজুল ও সমেলা দ্বয়কে গ্রেফতার পূর্বক অদ্য ১৩/০২/২০২৫ তারিখ অপরাহ্ণে থানায় নিয়ে আসা হয়। যথা নিয়মে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।