রবিবার   মে ৪ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


রাজশাহীতে মাছ ও বালু ব্যাবসায়ীর বাসায় যুবলীগ নেতার অতর্কিত হামলা ও লুট

Mahmud

Updated 25-May-03 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 63

রাজশাহী মিজানের মোড় নিবাসী মো:বজলু ব্যাবসায়ীর বাসায় অতর্কিত হামলা চালায় কাটাখালী পৌরসভার ৯ নং ওর্য়াড যুবলীগ নেতা আক্কাস ও তার দল।

গত বুধবার রাত আনুমানিক ১ টার সময় এ হামলা চালায়। বাসার আসবাবপত্র ভাঙচুর করে এবং বজলু ব্যবসায়ের মাথায় পিস্তল ঠেকিয়ে  টাকা লুট করে,টাকা লোড করার পাশাপাশি বজলুর ব্যবসায়ের ছোট ছেলে বাইক ও ভাঙচুর করে।

হামলাকারী আক্কাস কাটাখালী পৌরসভা ৯ নং ওয়ার্ড যুবলীগের নেতা ও কাটাখালি পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের সভাপতি  আব্বাসের লোক ছিলো বলে জানা যায়।

এই ঘটনায় ব্যবসায়ী বজলুর ছোট ছেলে সাকিবের সাথে কথা বললে জানা যায়। মাছ ব্যবসা করা এবং বালু বিক্রি করার কিছু টাকা বাসায় নিয়ে আসা হয়েছিল এটা জানার পরে যুবলীগ নেতা আক্কাস তার দলবল নিয়ে  হঠাৎ করে রাত্রে এমন অতর্কিত  হামলা চালায় ও ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।