নিজস্ব প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণ কবলে পড়ে মনসুর আহমেদ (২৬) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ মে) দুপুরে বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাঁড়ীর তুইঙ্গাঝিরি বিওপির কাছাকাছি ৩৯ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত মনসুর আহমেদ (২৬) কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সময় মনসুর সীমান্ত এলাকা থেকে কাঠ ও বাঁশ সংগ্রহ করে থাকেন। আজও সে বাঁশ সংগ্রহ করতে গেলে সে এক পর্যায়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। সেখানে আগে থেকে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণের কবলে পড়ে সে। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যা
নাইক্ষ্যংছড়ি স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন