রবিবার   মে ৪ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


পুলিশ সপ্তাহ উপলক্ষে পিপিএম পদক১জন ও আইজি ব্যাজ পেলেন ৪ এরা চট্টগ্রামের গর্ব

Romjan Ali

Updated 25-May-02 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 16
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি 

পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এ ভূষিত হলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। পিপিএম পদক ১ জন ও আইজি ব্যাজ পেলেন ৪ জন পুলিশ কর্মকর্তা।

পুলিশ সপ্তাহ-২০২৫ এ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, উদ্ভাবনীমূলক পদক্ষেপ, সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় অবদান ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা মহোদয় বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং জনাব রাসেল পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়কে বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেলকে পিপিএম পদক পরিয়ে  দিয়েছেন।

চট্টগ্রাম জেলায় কর্মরত জনাব আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মো: শেখ সেলিম অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব মনিরুল ইসলাম ভুঁইয়া অফিসার ইনচার্জ রাউজান থানা এবং জনাব কাউসার হামিদ এসআই (নিরস্ত্র) রাউজান থানা কর্মক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ "পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪" এ ভূষিত  হয়েছেন।

বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব বাহারুল আলম বিপিএম মহোদয় আইজি ব্যাজ প্রাপ্তদের আজ রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ব্যাজ পরিয়ে দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের পক্ষ থেকে বিপিএম/পিপিএম পদক ও আইজি ব্যাজ প্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান হলো।