রবিবার   মে ৪ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম কুয়েত এর আলোচনা সভা ।

Admin user

Updated 20-Nov-14 /   |   Admin   Read : 289
অতিথি

বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম কুয়েত এর সভাপতি আনোয়ার মৃধার সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল আহমেদ চুন্নু মোল্লা, সোয়েব আহম্মেদ, মোহাম্মদ মাঈন উদ্দিন, আক্তারুজ্জামান শামছ, আব্দুল কাদের মোল্লা, এ কে এম হাবিবুল হাসান আলামিন, আব্দুল কাদের, নাছির উদ্দিন হাওলাদার, কোরবান আলী,সৈয়দ আরিফুল ইসলাম রাসেল, আহম্মদ আলী রানা, আবু ছালেহ সহ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম কুয়েত এর অসংখ্য নেতা কর্মী । বক্তারা জাতীয়তাবাদী শক্তির ইস্পাত কঠিন ঐক্য করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করে স্বৈরাচার সরকারের পতন কে নিশ্চিত করতে হবে।