মঙ্গলবার   ডিসেম্বর ১৬ ২০২৫   ২  পৌষ  ১৪৩২


রাণীনগরে আ.লীগ-সেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

মোঃ আরাফাত আলী

Updated 25-Mar-08 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 197

নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন আওয়ামী লীগ ও একজন সেচ্ছাসেবকলীগ নেতা এবং মাদক মামলায় দুইজনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান জানান, উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে গত ২৪ আগস্ট মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

দায়েরকৃত মামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলার একডালা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ময়নুল ইসলাম উপজেলার নারায়নপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

এছাড়া একই মামলায় উপজেলার ঘোষগ্রামের আক্কাস আলীর ছেলে এমরান হোসেন মুকুল (৪৬) কে গ্রেপ্তার করা হয়েছে। মুকুল গোনা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক।

এছাড়া মাদক মামলার পলাতক আসামী উপজেলার চককুতুব গ্রামের গহের আলীর ছেলে মাসুম হোসেন (২৭) ও পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রায়হান আলী (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।