মঙ্গলবার   ডিসেম্বর ১৬ ২০২৫   ২  পৌষ  ১৪৩২


টাংগাইলে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

MD. Sayem Uddin

Updated 25-Mar-15 /   |   স্টাফ রিপোর্টর   Read : 125

আজ শনিবার  (১৫ মার্চ) এইচআরডি এর মিডিয়া বিভাগের উদ্যোগে দিনব্যাপী এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা  মিডিয়া বিভাগের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায়  টাংগাইল জেলা শহরের আদর্শ স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা মিডিয়া বিভাগের প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ। এ কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক সাহাদাৎ স্বপন।

নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন টাংগাইলের খ্যাতিমান সাংবাদিক খান মোহাম্মদ খালেদ, অধ্যাপক ইকবাল হোসাইন বাদল,  মালেক আদনান, মফিজুল হক, মো. ইব্রাহিম প্রমুখ।