সোমবার   মে ৫ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


চট্টগ্রাম পটিয়া থানার মোড়ে মানববন্ধন করেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-23 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 101
ছবি
ছবি

পটিয়ায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে চাকরিচ্যুতি ও অর্থনীতি ধ্বংসের রাষ্ট্রবিরোধী চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ নভেম্বর, শনিবার সকাল ১১টায় পটিয়া থানার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা ইলিয়াস শাহ। মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের চাকরি রক্ষা করা, চাকরি হারানো নয়। অথচ চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হচ্ছে, যা জীবিকা লুণ্ঠন ও অর্থনীতির ওপর মারাত্মক আঘাত হানছে।

বক্তারা আরও বলেন, অবৈধ দলীয়করণ, বৈষম্য, বিদ্বেষ এবং স্বৈরাচারী আচরণ মানবতার বিরুদ্ধে অপরাধ। নাগরিকদের জীবিকা ধ্বংস করা চরম জুলুম। প্রতিটি মানুষের বিশ্বাস, আদর্শ ও পথ অনুযায়ী স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার রয়েছে। কোনো ব্যক্তি, সরকার বা রাষ্ট্র নাগরিকদের স্বাধীনতা বা অধিকার হরণ করতে পারে না।

মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, “সকল নাগরিকের রুটি-রুজির সুরক্ষায় বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরতন্ত্রমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সত্য ও মানবতার সেবকরা এগিয়ে আসুক।”

উক্ত মানববন্ধনে শত শত নারী-পুরুষের উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।