রবিবার   মে ৪ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


জামালপুরে পাওয়া গেল অভিনেতা শুভ'কে

Admin user

Updated 20-Aug-31 / বিনোদন /   |   Admin   Read : 356

অভিনেতা শাহরিয়ার শুভর সন্ধান মিলেছে। তিনি এখন জামালপুর জেলার সরিষাবাড়ি ডাকবাংলোতে নিরাপদে আছেন। অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। আহসান হাবিব নাসিম বলেন, শুভর সঙ্গে মোবাইলে কথা বললেম। যেটা জানতে পারলাম, মাদকাসক্ত বা পাগল হয়ে যাওয়ার মতো কোনও ঘটনা নেই এখানে। শুভ সেখানে গিয়েছেন একটি শুটিংয়ে। একদিন মাঝে বিরতি ছিল। তাই সে সরিষাবাড়ি এলাকাতেই অবস্থান করছিল। এরমধ্যে একটি দোকানে চা পান করতে যায়। মূলত এরপর কী হয়েছে সে আর জানে না।


ফেসবুকে বেশকিছু ছবি ভাইরাল হয়। প্রাণের জামালপুর নামে একটি ফেসবুক পেইজ লেখে, "সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এই ব্যক্তিকে। জিজ্ঞেস করলেও কোনও কথার উত্তর দেয় না। মনে হয় মানসিক ভারসাম্যহীন। কেউ যদি উনাকে চিনে থাকেন তাহলে অতি তাড়াতাড়ি সরিষাবাড়ি হাসপাতালে যোগাযোগ করুন।"
এমন একটি পোস্ট শেয়ার করেন চয়নিকা চৌধুরী। এছাড়াও আরো নাট্যকর্মীরা এই ধরনের পোস্ট শেয়ার করেন। পরে ঢাকা থেকে নাট্য সংগঠনের নেতাকর্মীরাও বিষয়টি গুরুত্বসহকারে নেয়, খোঁজ খবর নেয়া শুরু করেন। সরিষাবাড়ি হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, এমন একটি লোককে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি শনিবার (২৯ আগস্ট) ভোর রাতে পালিয়ে যান।

এমন ফেসবুক পোস্ট মিডিয়ার নজরে এলে উদ্যোগী হন নাট্যাঙ্গনের নেতারা। উৎকণ্ঠা সৃষ্টি হয় টিভি মিডিয়ায়। এই পোস্ট শেয়ার দিয়ে শুভর খোঁজ জানতে চেয়েছেন বেশিরভাগ শিল্পী-নির্মাতা। কিন্তু রবিবার (৩০ আগস্ট) দুপুর নাগাদ সঠিক কোনও তথ্য মিলছিল না শাহরিয়ার শুভর।  সরিষাবাড়ি এলাকার মানুষের সহযোগিতায় অবশেষে আজ (৩০ আগস্ট) দুপুরের পরে শুভর খোঁজ মেলে। নিয়ে যাওয়া হয় ডাকবাংলোতে। দেওয়া হয় চিকিৎসা সেবা।


অনেকেই ধারণা করছিলেন, গত তিন/চার বছর ধরে মিডিয়া থেকে বাইরে ছিলেন শুভ। ছিল পারিবারিক নানা জটিলতাও। প্রচলিত রয়েছে, মাদকাসক্ত হয়ে শাহরিয়ার শুভর বর্তমান পরিস্থিতি হয়েছে।