ফেনী জেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ১৭ জনকে মোট দুই লাখ পাঁচ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে আহতদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যে জেলায় আহতদের তালিকায় ৩৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে চিকিৎসা সহায়তা হিসাবে মোট দুই লাখ পাঁচ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মো. বাতেন বক্তব্য রাখেন। এ ছাড়া আন্দোলনে আহত ও তাদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে কথা বলেন সাহেদুল ইসলাম, আনোয়ারুল আজিম ও মো. নাহিদুর রহমান।
অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।