শুক্রবার   ডিসেম্বর ১৯ ২০২৫   ৫  পৌষ  ১৪৩২


ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ বর্তমানে ঢাকাতেই রয়েছে। তার দাফন এবং বর্তমান অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য নিচে দেওয়া হলো: ​বর্তমান অবস্থা (১৯ ডিসেম্বর, ২০২৫) ​মরদেহ দেশে পৌঁছানো: আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। ​বর্তমান অবস্থান: বিমানবন্দর থেকে তার মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয়েছে হিমাগারে (মর্চুয়ারি)। আজ রাত সেখানেই মরদেহটি সংরক্ষিত থাকবে। ​দেখার সুযোগ: ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতির নিরাপত্তা ও শৃঙ্খলার খাতিরে মরদেহ জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হবে না। ​জানাজা ও দাফনের সময়সূচি ​জানাজার সময়: আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর (দুপুর ২:৩০ মিনিটে)। ​জানাজার স্থান: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ (জাতীয় সংসদ ভবনের সামনে)। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হবে। ​দাফনের স্থান: পরিবারের সদস্যদের চাওয়ার প্রেক্ষিতে ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ​অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ​রাষ্ট্রীয় শোক: শরীফ ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ​নিরাপত্তা নির্দেশনা: জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে ভারী ব্যাগ বা কোনো সন্দেহজনক বস্তু বহন না করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জানাজা চলাকালীন সংসদ ভবন ও এর আশেপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ​শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন এবং গতকাল (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

MD SAD MIAH

Updated 25-Dec-19 /   |   সিলেট সদর (সিলেট) উপজেলা প্রতিনিধি   Read : 3