বুধবার   ডিসেম্বর ১৭ ২০২৫   ২  পৌষ  ১৪৩২


নওগাঁর মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একজন নিহত, আহত দুই

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-10 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 101

নওগাঁ জেলার মান্দা উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার(১০ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিল হোসেন পেশায় একজন রং মিস্ত্রী। প্রতিদিনের মতো তার কাজ শেষ করে চৌবাড়িয়াহাট এলাকা থেকে তার সহযোগী আরও দুইজনের সাথে বাসায় ফিরছিলো। ঘটনাস্থলে এলে দ্রুতগামী একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং তার সাথে থাকা অপর দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মো. মুনছুর রহমান জানান, 'সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'