মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে বান্দরবানে বিচার বিভাগীয় কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘন্টা বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কর্মচারীরা নিজ নিজ আদালত চত্বরের সামনে অবস্থান করেন।
কর্মবিরতি চলাকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ও বান্দরবান জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান বলেন, ২০১৮ সাল থেকে উল্লেখিত দুটি দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে দাবী তোলা হয়। সর্বশেষ ২০২৫ সালের ০৭ জানুয়ারি জেলা থেকে জেলা জজের মাধ্যমে বাংলাদেশে প্রধান বিচারপতি এবং জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল। দাবির বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে। আলোচনায় দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দুই দফা দাবি বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় বিচার বিভাগীয় কর্মচারীরা আজ হতাশ।
এ সময় দ্রুত সময়ে সরকারকে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান কামরুল হাসান।
কর্মবিরতি চলাকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান, সহ-সভাপতি আতাউল আলমগীর, সহ-সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়ছার, প্রধান উপদেষ্টা মো. সামির হোসাইন, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহসহ উপদেষ্টামন্ডলীর সদস্য, কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।