মঙ্গলবার   মে ৬ ২০২৫   ২২  বৈশাখ  ১৪৩২


বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম তত্ত্বাবধানে ইয়াবা উদ্ধার

Romjan Ali

Updated 25-May-05 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 9
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম তত্ত্বাবধানে ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে ৪/৫/২৫ তারিখ ১০:৪৫ ঘটিকার সময় বাঁশখালী থানার এসআই(নিঃ)/মো: জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউপির ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী জনি নাথ(৩৯), পিতা-মৃত অনিল নাথ, মাতা-সিপ্তি নাথ, সাং-খলিলাবাদ কদলপুর, ০৯নং ওয়ার্ড, পোষ্টঃ-নাতোয়ান বাগিচা, থানা-রাউজান, জেলা-চট্টগ্রামকে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোটর সাইকেলসহ গ্রেফতার করেন। 
এই সংক্রান্তে বাঁশখালী থানার মামলা নং-০৯, তারিখ-০৪/০৫/২০২৫ইং, ধারা-৩৬(১) সারণির ১০(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।